Posts

Showing posts from July, 2015

দুটি কথা

Image
সবাই একটু লক্ষ করে আমার দুটি কথা শুনবেন। আমি মুক্তি মাদারীপুরের সন্তান। একজন বীর মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী, গীতিকার, সুরকার সংগীত শিক্ষক এবং মালদ্বীপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। অনেকেই আমার অতীতের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। ইন্টারনেট ব্যবস্থা চালু হবার পর থেকেই সেই জাপানে বসে ব্লগিং আরম্ভ করি; ২০০৪ সালে আসে ফেচবুক। ব্লগিং্যের ধারা যায় বদলে। বাস আরম্ভ করি ফেচবুক। কিছু লোভী হাই ব্রীড ও নবাগত অর্থ লিপ্সুদের কারণে পদে পদে অপমান লাঞ্ছিত হয়েও থেমে থাকিনি; তা ইতোমধ্যে আপনারা হ য়তো জেনেছেন। আজ সময় এসেছে সত্য কথা বলার। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের চেয়ে মেধাবী, বিকশিত প্রজ্ঞায় অতিমাত্রায় এগিয়ে আছে। কিন্তু এদের অনেকেই বাংলার ইতিহাস, বাঙ্গালীর ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ঘটনা প্রবাহ, সমর নায়ক/সংগঠকসহ জাতীয় নেতৃবৃন্দদের অনেক ত্যাগ তিতিক্ষার কথা অবগত নয়। যে কাজটি আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে বা উদ্যোগে সারা দেশব্যাপী সাংগঠনিকভাবে হওয়া উচিত ছিল। সবার যার যার আখের নিয়ে ব্যতিব্যস্ত। প্রয়োজনে জাতিরজনকের নাম ও ছবির অসম/অযাচিত/শস্তা বস্তাপচা হিসেবে ব্যবহার ছাড়া আর কিছু হয়নি। আমার এই শেষ ব...

আওয়ামী লীগ কেন সতর্কতার সাথে পথ চলে না?

Image
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট গুটিকয়েক বন্দুকধারী বিপথগামী কুজন্মা কুলাঙ্গার এই বিশ্বকাপানো বিশ্বনেতাকে রাতের অন্ধকারে কাপুরুষের মত স্বপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতার লাল সবুজের পতাকায় আবার চন্দ্রবিন্দু (চাঁদ তারা) বসানোর হীন চক্রান্তে লিপ্ত হয়েছিলো। ওরা এখনো গোটা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে আস্তানা গেড়ে আছে ধর্মের নামে, ইসলামের নামে, ধর্মীয় শিক্ষার নামে এবং ওদেরকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর্থিক সহায়তাসহ সার্বিক পরিচালনা করছে, তাদের কেউ না কেউ, কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ভিতরেও প্রবেশ করতে পেরেছে। জাতিরজনকের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ণের ক্ষেত্রে ঠিক বঙ্গবন্ধুর মতো একই উদার নীতির বিপক্ষে কিছু কথা বলার জন্যই এ লেখা শুরু করেছি। হয়তো বুঝিনা, অথবা না বুঝেই পোদ্দারপট্টির অথর্ব প্রফুল্ল পোদ্দারের মতো দোকানে কোনো কাষ্টমার না থাকলে যেমন বিড় বিড় করত, ঠিক তেমনি কিছুক্ষণ বিড় বিড় করে ঘুমিয়ে পরবো । আমরা হচ্ছি ছাগলের তিন নম্বর। বাচ্ছা শব্দটি আর লিখলাম না। কারণ নেতানেত্রীগণ আমাদের যতোই বাচ্ছা বলে এড়িয়ে যাকনা কেনো আমরা আর বাচ্ছা নই, শুধু তাই নয়, আমাদের বাচ্ছারাও এখন মূখ ফুটে তাদের ম...