দুটি কথা

সবাই একটু লক্ষ করে আমার দুটি কথা শুনবেন। আমি মুক্তি মাদারীপুরের সন্তান। একজন বীর মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী, গীতিকার, সুরকার সংগীত শিক্ষক এবং মালদ্বীপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। অনেকেই আমার অতীতের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। ইন্টারনেট ব্যবস্থা চালু হবার পর থেকেই সেই জাপানে বসে ব্লগিং আরম্ভ করি; ২০০৪ সালে আসে ফেচবুক। ব্লগিং্যের ধারা যায় বদলে। বাস আরম্ভ করি ফেচবুক। কিছু লোভী হাই ব্রীড ও নবাগত অর্থ লিপ্সুদের কারণে পদে পদে অপমান লাঞ্ছিত হয়েও থেমে থাকিনি; তা ইতোমধ্যে আপনারা হ য়তো জেনেছেন। আজ সময় এসেছে সত্য কথা বলার। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের চেয়ে মেধাবী, বিকশিত প্রজ্ঞায় অতিমাত্রায় এগিয়ে আছে। কিন্তু এদের অনেকেই বাংলার ইতিহাস, বাঙ্গালীর ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ঘটনা প্রবাহ, সমর নায়ক/সংগঠকসহ জাতীয় নেতৃবৃন্দদের অনেক ত্যাগ তিতিক্ষার কথা অবগত নয়। যে কাজটি আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে বা উদ্যোগে সারা দেশব্যাপী সাংগঠনিকভাবে হওয়া উচিত ছিল। সবার যার যার আখের নিয়ে ব্যতিব্যস্ত। প্রয়োজনে জাতিরজনকের নাম ও ছবির অসম/অযাচিত/শস্তা বস্তাপচা হিসেবে ব্যবহার ছাড়া আর কিছু হয়নি। আমার এই শেষ ব...